27 Feb

অ্যানিমেশন বানাতে চান এই টিউনটি দেখতে পারেন।দেখে বলেনতো অ্যানিমেশন ট্রেলারটা কেমন হল।

অ্যানিমেশন বানাতে চান এই টিউনটি দেখতে পারেন।দেখে বলেনতো অ্যানিমেশন ট্রেলারটা কেমন হল।

অ্যানিমেশন দেখতে সবাই পছন্দ কর। আবার কেউ অ্যানিমেশন তৈরী করতে পছন্দ করি।
যারা অ্যানিমেশন তৈরি করতে পছন্দ করে তাদের জন্যই এই টিউনটি।

বর্তমান পৃথিবীতে অ্যনিমশেনের তৈরী অ্যাড এর চাহিদা তুঙ্গে। সামনের দিনগুলোতে অ্যাডর্ভারটাইসমেন্টে এর জগৎ এ অ্যনিমশেনের তৈরী অ্যাড রাজ করবে। এর কিছুটা আচ পাওয়া যাচ্ছে অনলাইন টিভিসি বা অ্যাড থেকে। যেমন বর্তমানে অনলাইনে যে অ্যাড দেখায় তার বেশিরভাগ অ্যাড অ্যানিমেশনে তৈরি।

অ্যানিমেশনে তৈরি অ্যাড এর মূল্যও প্রচুর। একটা অ্যাড তৈরি করে ৩০০ থেকে ৩০,০০০ হাজার ডলার পাওয়ার কথা শুনা যায়। অপনি খেয়াল করলেই দেখতে পাবেন বর্তমানে টিভি চ্যানেলের অ্যাড গুলো অ্যানিমশেনরে তৈরি। তাহলে কর্পনা করে দেখুন এর ভবিষৎ বাজার কত রমরমা হবে।

নিচে আমার তৈরি একটা অ্যানিমেশন ভিডিও দেয়া আছে। ভিডিওটি দেখে মতামত জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছ। আপনাদের মতামতের উপর ভিক্তি করে কীভাবে অ্যানিমশেন বানাবেন তার উপর টিউটরিয়াল বানাব। তাই কেউ মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।

Share this

Leave a reply